জামুকার মহাপরিচালক হলেন পূণ্যব্রত চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৫ ১৭:০৬:৪৬

ঢাকা: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পূণ্যব্রত চৌধুরীকে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
একই আদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হযরত আলীকে বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি গাজী মোহাম্মদ জুলহাসকে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেগম মাফরুহা সুলতানাকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম রৌনক জাহানকে নিপোর্টের মহাপরিচালক করা হয়েছে।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম আফরোজা খানকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক, নিপোর্টের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নূরন্নবী মৃধাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এমএম/এমআর)