logo ২৪ এপ্রিল ২০২৫
ডিএনসিসির বর্জ্যের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লে. কর্নেল সুলতান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জানুয়ারি, ২০১৬ ১৯:২৩:২১
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল এম এম সাবের সুলতানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর/যান্ত্রিক) পদে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এ ছাড়া বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল আজাদুর রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের উপপরিচালক (জরিপ) পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর একেএম মুসাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকরি সশন্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


পৃথক আদেশে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. কামরুল আহসানকে ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারি হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (ব্লাড ব্যাংক) পদে, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. একরামুল হককে ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) পদে, সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থো) ডা. খন্দকার এহেতাশম আহমেদকে ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি) পদে, ফরিদপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. নাজনীন নাহার আয়মনকে ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (প্যাথলজী) পদে নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এমএম)