রংপুরের বিভাগীয় কমিশনার হাসান আহমেদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৬ ১৭:৫১:৪৯
ঢাকা: রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে। আর রংপুরের বিভাগীয় কমিশনার দিলওয়ার বখতকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করেছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ন সচিব) আবু তাজ মো. জাকির হোসেনকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এইচআর/এমএম/জেবি)