logo ২৪ এপ্রিল ২০২৫
কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটা শিথিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৬ ১৩:০৮:৪৫
image

ঢাকা: ৩৪ ও ৩৫ তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারের ৩০ শতাংশ সংরক্ষিত কোটা পূরণ না হওয়ায় মেধাতালিকা থেকে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।


কারিগরি ক্যাডার ডাক্তার পেশা ও নিয়ম হচ্ছে যেকোনো সরকারি চাকরিতেই ৩০ শতাংশ পদে নিয়োগ পাবেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।  কোনো চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই পদে লোক নিয়োগ বন্ধ থাকে। কারণ সংরক্ষিত কোটার পদে সাধারণ প্রার্থীদের নিয়োগ দেয়া হয় না। আর দীর্ঘদিন ধরে সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় দিনের পর দিন পদ শূন্য থাকছে। ফলে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত হচ্ছে।


এ অবস্থা প্রথম শ্রেণির ক্যাডার সার্ভিসেও। সরকারি কর্মকমিশন (পিএসসি) সরকারকে জানিয়েছে, কারিগরি ও পেশাগত ক্যাডারের ক্ষেত্রে এই সমস্যা তীব্র হচ্ছে  মন্ত্রিসভা বৈঠকে কোটা সংরক্ষণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রস্তাব দেয়। বিশেষ করে ৩৪ ও ৩৫তম বিসিএসের কারিগরি বা পেশাগত ক্যাডারের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী পাওয়া  যাচ্ছে না।


এক মন্ত্রী জানান, কোটা সংরক্ষণের নিয়ম শিথিল করতে হবে তা সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, এ পদগুলোতে মেধাতালিকা থেকে নিতে হবে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এইচআর/এমএম/জেবি)