logo ১৪ মে ২০২৫
বিমানের আরেক বিদেশি এমডির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জানুয়ারি, ২০১৬ ১৮:২০:৪৮
image

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিটিশ নাগরিক হেইউড পদত্যাগ করেছেন।


আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামালউদ্দিন আহমেদের কাছে ই-মেইলে তিনি পদত্যাগপত্র পাঠান।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বেশ কিছুদিন ধরেই অনিয়মিত ছিলেন।


আজ তিনি অসুস্থতার কারণ দেখিয়ে যুক্তরাজ্য থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। 


বাংলাদেশ বিমানকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলার লক্ষে ২০১৩ সালে  ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেয়া হয় যুক্তরাজ্যেরই নাগরিক কেভিন স্টিলকে। ২০১৪ সালের শুরুতে তিনি পদত্যাগ করেন। এরপর ওই বছরের সেপ্টেম্বরে এমডি হিসেবে নিয়োগ দেয়া হয় সদ্য পদত্যাগী হেইউডকে। ২০১৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় তা ছেড়ে দিলেন তিনি।


(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি)