প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক তোফাজ্জল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৬ ১৩:৪১:৩৩

ঢাকা: ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এছাড়া প্রশাসনযন্ত্রের সিনিয়র পদে আরো বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব; চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাংগীর কবিরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব; পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব; ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খন্দকারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাসকে স্কুল ফিডিং অ্যান্ড ইন পুয়রেস্ট এরিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক; বরগুনার জেলা প্রশাসক মীর জহিরুল ইসলামকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক; ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজাকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি; খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামালকে পেট্রোবাংলার পরিচালক; নাটোরের জেলা প্রশাসক মো. মশিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক পদে নিয়োগ দেয়া হবে।
এছাড়া রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানকে অর্থ বিভাগের উপসচিব; ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/বিইউ/জেবি)