জহিরুলকে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৬ ১৯:০৭:০২

ঢাকা: শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ জহিরুল কাইউমকে বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পদে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক পদে বদলি করা হয়েছে।
সচিবালয় অধিশাখার সিনিয়র সহকারী সচিব ড. আশরাফুল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগে সিনিয়র সহকারী সচিব, সচিবালয় অধিশাখার সিনিয়র সহকারী সচিব নাজনীন ওয়ারেসকে তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নারগিছ পারভীনকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. আমিন আল পারভেজকে সহকারী কমিশনার হিসেবে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) বেগম আয়েশা হককে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) পিন্টু বেপারীকে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এইচআর/এমআর)