ঢাকা: চাকরি জীবনের শেষদিনে এসে সচিব পদমর্যাদা পেলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে গ্রেড-১ পদমর্যাদা দেয়া হয়। চাকরির নির্ধারিত বয়স শেষে আজ তিনি অবসরে যাবেন।
২০১৪ সালের ৩০ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে তাকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেয় সরকার। ১৯৭৯ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহযোগী প্রকৌশলী হিসেবে চাকরি জীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেন। এরপর নির্বাহী প্রকৌশলী হিসেবে গাজীপুর ও ঢাকায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার বিভাগের সিস্টেম ম্যানেজারের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকার ও ইউনিসেফের একটি প্রকল্পে উপ-পরিচালক হন। বরিশাল ও সিলেট বিভাগেও প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।
খালেদা আহসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৭৯ সালে পানি সম্পদ প্রকৌশল থেকে স্নাতক সম্পন্ন করেন।
প্রকৌশলী খালেদা আহসান ১৯৫৭ সালে গাজীপুরে কাপাসিয়া উপজেলার তরগাঁ গ্রামে জন্ম গ্রহণ করেন।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এইচএফ/জেডএ)