কর্মকর্তাদের প্রশিক্ষণ কাজে লাগাতে হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৮:২৭

ঢাকা: দেশের সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
আজ রবিবার সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত উপসচিব পর্যায়ের শতাধিক কর্মকর্তার সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত্র সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
ইসমাত আরা বলেন, “সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্যই তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। প্রশিক্ষণের এই অভিজ্ঞতা এখন থেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় এই প্রশিক্ষণ বড় ভূমিকা রাখতে পারে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান।
কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, “শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, মাঠপর্যায়ে প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।”
তিনটি ব্যাচে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশিক্ষণ নেওয়া তিন দলনেতা- উপসচিব তাহসিনুর রহমান, এ বি এম আমিনুল্লাহ নূরী ও মো. হাসানুল ইসলাম দলের পক্ষে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
তারা বলেন, ফুটপাতে সাপের খেলা থেকে আগ্রার তাজমহল রক্ষণাবেক্ষণ- সবই দেখা হয়েছে কর্মকর্তাদের। তাজমহল বা ভারতের দর্শনীয় স্থানগুলো রক্ষাণাবেক্ষণে কী ব্যবস্থা ছিল, তা দেখে কর্মকর্তারা অনেক কিছুই শিখেছেন।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এইচআর/মোআ)