logo ২৪ এপ্রিল ২০২৫
পদ পেলেন আট অতিরিক্ত সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জানুয়ারি, ২০১৬ ১৫:১৮:২২
image

ঢাকা:  প্রশাসনে বিভিন্ন মন্ত্রণালয়ের আট অতিরিক্ত সচিব পদে সংযুক্ত থাকা কর্মকর্তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া আরও চার যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে।


আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফ-উর রহমানকে একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে দেয়া হয়েছে।


এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা  অতিরিক্ত সচিব বেগম রানী পোদ্দারসহ  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা মো. শহিদুজ্জামান,


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সত্যব্রত সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সংযুক্ত থাকা সুশান্ত কুমার সাহা,


অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত থাকা মো. সেলিম রেজা,


অর্থ বিভাগে সংযুক্ত বেগম রুবীনা আমীন এবং স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত থাকা সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে নিজ নিজ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।


এদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক ফারুক আহমেদ এবং ট্যারিফ কমিশনের সদস্য বেগম আফরোজা পারভিনকে ওএসডি করা হয়েছে।


সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জয়নুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং পার্বত্য নির্বাহী কর্মকর্তা মমিনুল রশিদ আমিনকে অর্থ বিভাগের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটইমস/১৪জানুয়ারি/এইচআর/এমআর)