প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের চুক্তির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৮:২৯
ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব হিসেবে একই মন্ত্রণালয়ের উপ-সচিব এ এফ এম হায়াতুল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে। সৈয়দ আশরাফুল ইসলাম যতদিন মন্ত্রী থাকবেন ততদিন তিনি ওই পদে থাকবেন।
এছাড়া নাটোরের জেলা প্রশাসক পদে বদলির আদেশাধীন রেখা রানী বালোকে পাবনার জেলা প্রশাসক পদে বদলি এবং পাবনা জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন খলিলুর রহমানকে নাটোরে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এইচআর/বিইউ/এমআর)