এক উপসচিব দুই ইউএনও পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৫:০২
ঢাকা: প্রশাসনে এক উপসচিব এবং দুই উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সেবাস্টিন রেমাকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মো. কামাল হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার শিবায়য় উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গালিব খানকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এইচআর/জেডএ)