পাবনার ডিসি রেখা রাণীর যোগদান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৬:৫৫
ঢাকা: পাবনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিয়েছেন রেখা রাণী বালো।
আজ শনিবার পাবনার জেলা প্রশাসক তার যোগদানের তথ্য ঢাকাটাইমসকে নিশ্চিত করেন।
জেলা প্রশাসকের দায়িত্ব নিতে বৃহস্পতিবার পাবনায় যান রেখা রাণী। শুক্রবার যোগদান করে জানান, আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি।
পাবনার প্রথম নারী জেলা প্রশাসক রেখা রাণী ১৫তম বিসিএসের কর্মকর্তা। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। সেখান থেকে তাকে পাবনার ডিসি হিসেবে পদায়ন করা হয়।
রেখা রাণী বালোকে ১৩ জানুয়ারি নাটোরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছিল। পাবনায় দেয়া হয়েছিল স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমানকে। পরে সেই আদেশ বাতিল করে রেখা রাণীকে পাবনায় দেয়া হয়। আর পাবনার কাজী আশরাফ উদ্দিনকে বদলি করা হয় রাজশাহীতে।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এইচআর/মোআ)