প্রশাসনে তিন কর্মকর্তা পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৫৬:৫১
ঢাকা: প্রশাসনে তিন কর্মকর্তাকে আজ রদবদল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক মো. আতাউর রহমানকে spemsp শীর্ষক প্রকল্পের উপপরিচালক করা হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম আসমা শাহীনকে সিলেটে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক পদে বদলি করা হয়েছে।
চাপাইনবাগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম মোসাকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩ ফেব্রুয়ারি/এইচআর/এআর/ ঘ.)