আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৩:১০
ঢাকা: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদকে রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব পদে বদলি করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।
মেরিটাইম এফেয়ার্স ইউনিটের প্রধান পদে বিয়ার এডমিরাল (অব:) মো. খুরশেদ আলমের চুক্তির মেযাদ আরো দুই বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডিজিএম পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর শেখ হেমায়েতুল ইসলামকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেযা হয়েছে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-(বিইউপি)এর ম্যানেজার (প্রেস এন্ড প্রিন্টিং) পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্কমতা লে: কর্নেল মির্জা মো: মাহবুব আনামকে প্রত্যাহার করা হয়েছে।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ঢাকা মেডিকেল অফিসার পদে প্রেষণে কর্মরত ডা: মুসারত শামীমকে প্রত্যাহার করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/এইচআর/ এআর/ ঘ.)