১৬ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৫:৫৯

ঢাকা: প্রশাসনে ১৬ উপসচিব পদে রদবদল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হুদাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপ) ডেপুটি ম্যানেজার করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধক ও প্রত্যায়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মো. হাফিজুদ্দিনকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক ড. এ কে এম মুনিরুল হককে খাদ্য অধিদপ্তরের গবেষণা পরিচালক, খাদ্য অধিদপ্তরের গবেষণা পরিচালক মো. রুহুল আমিন তালুকদারকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাসির উদ্দিন আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বিকর্ণ কুমার ঘোষকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম ইলিয়া সুমনাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম ইলিয়া সুমনাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র উপ-পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশাররফ হুসেইন মোল্লাকে রেলপথ মন্ত্রণালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. শফিকুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহ রিয়াজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহাকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্রাহ আল মামুনকে ভূমি মন্ত্রণালয়ে, টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক গৌতম চন্দ্র পালকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব, ভূমি মন্ত্রণালয়ের মো. মাহবুবুর রহমান ভুইয়াকে পরিকল্পনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আকনুর রহমানকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে এবং বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. সাজেদুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/১ ফেব্রুয়ারি/এইচআর/এমআর)