১৪ যুগ্মসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১৮:২৫

ঢাকা: প্রশাসনের ১৪ যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কর্মকর্তরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিলকে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব,
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক আব্দুল খালেককে আরবান পাবলিক অ্যান্ড এনভারনমেন্টাল হেলথ সেক্টর প্রকল্পের পরিচালক,
বিজেএমসির পরিচালক পদে বদলির আদেশাধীন যুগ্মসচিব মোহাম্মদ রাশিদুল হাসানকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ইফতেখারুল ইসলাম খানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক,
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক রবিউল হককে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক আবদুল হালিম মোল্লাকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরন এলাকা কৃর্তপক্ষের সদস্য, বোয়েসেলসের জিএম মো, জহিরুল ইসলামকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো, তাজুল ইসলামকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত মহাপরিচালক,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল হক ভুঞাকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত মহাপরিচালক পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খলিলুর রহমানকে পানি সম্পদ মন্ত্রণালয়ে,
মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. এমদাদুল হককে ভুমি মন্ত্রণালয়ে যুগ্মসচিব, তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক বেগম মীনা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক বেগম তাহমিনা আখতারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং এছাড়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০ জন ডাক্তারকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এইচআর/এআর/ঘ.)