১৩ যুগ্ম সচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৪১:১৮

ঢাকা: প্রশাসনে যুগ্ম সচিব পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আজ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক এ এইচ এম আফজাল হোসেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. আব্দুল লতিফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোরেশনের পরিচালক প্রশান্ত কুমার দাসকে জনপ্রশাসনে, বিআরডিবি পরিচালক বেগম আকলিমা, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কাউন্সিলর বেগম আছিয়া খাতুনকে জনপ্রশাসনে বদলি করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুল হককে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসনে নিয়োগপূর্বক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফেরদৌস আলমকে।
ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে বদলির আদেশাধীন ড. তরুণ কান্তি শিকদারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে।
এস্টাবলিস্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের উপব্যবস্থাপক মো. মতিউর রহমানকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও্এসডি) অজিত কুমার পালকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অর্থ) করা হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত আনোয়ারা বেগমকে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (তৃতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।
এ ছাড়া বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মো. তৌহিদ হাসনাত খানকে পেট্রোবাংলার পরিচালক এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মো. আব্দুল ছাত্তারকে বিআইডব্লিউটিএ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এইচআর/এআর/মোআ)