logo ২২ এপ্রিল ২০২৫
জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১১:৪০
image



ঢাকা: প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।






সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী শুনানি শেষে আগামী ২১ মার্চ তাদের আদালতে হাজির হতে সমন জারি করেন।






জনকণ্ঠের সম্পাদক ছাড়া মামলার অপর দুই আসামি হলেন- পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।






গত ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ৬ষ্ঠ পাতায় ‘অবসরের পরে রায় লেখা: এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।






প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে খেলা সংবাদটিতে প্রধান বিচারপতির সম্মান ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে আজ মামলাটি করেন ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দিন খান। এমন সংবাদের বাদীরও মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।






(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআর)