পদ্মার পাড়ে শরীয়তপুরের সাংবাদিকদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:২৬:০০

ঢাকায় কর্মরত শরীয়তপুরের সাংবাদিকদের সংগঠন ‘শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা’র পিকনিক ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় মনোমুগ্ধকর পরিবেশে দিনব্যাপী পিকনিক ও ফ্যামেলি ডের আয়োজন করা হয়। সকাল ১১ টার দিকে শরীয়তপুর সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ পরিবারের সদস্যসহ পিকনিক স্পটে উপস্থিত হন। পিকনিক স্পটে আগে থেকেই অবস্থান করছিলেন শরীয়তপুর স্থানীয় সাংবাদিকগন। ঢাকায় কর্মরত ও শরীয়তপুর স্থানীয় সাংবাদিকদরে উপস্থিতিতে পদ্মাপাড়ে সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়।
সাংবাদিকদের এ মিলন মেলায় দুপুরের দিকে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও তার সহধর্মীর্নি মিসেস মাহফুজা হোসাইনি। পরে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বি.এম মোজাম্মেল হক বলেন, একজন রাজনৈতিক নেতার একার পক্ষে সমাজ পরিবর্তন সম্ভব নয়। সমাজ পরিবর্তনে সকলের সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের কল্যানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, পদ্মা সেতুর নির্মানকাজ শুরু হবার পর শরীয়তপুরের জাজিরার চেহারা পাল্টে গেছে। সেতুর নির্মানকাজ শেষ হলে জাজিরা পার স্যাটেলাইট সৃস্টি নন্দন শহরে পরিণত হবে। পদ্মা সেতুর সেতুবন্ধনে গোটা শরীয়তপুর আধুনিক নগরীতে রুপ নেবে বলে মনে করেন এ সাংসদ। শরীয়তপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান পলাশ এবং দফতর সম্পাদক ও ভোরের পাতার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আজম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- শরীয়তপুরের অন্যতম আওয়ামী লীগের নেতা নুরুল আমিন কোতয়াল, সুলতান আহমেদ, শরীয়তপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হক চঞ্চল, প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলাম, শরীয়তপুর সাংবাদিক সমিতির সহ সভাপতি প্রথম আলোর সিনিয়র সাব এডিটর আব্দুস সালাম, সমিতির সহ সভাপতি পিকনিক কমিটির আহবায়ক ও ঢাকা টাইমসের বার্তা সম্পাদক আজিজুর রহমান, বাংলাদেশ সংবাদ সংন্থা বাসসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন সবুজ, চ্যানেল আই’র রেজাউল হক রেজা, বাংলা ট্রিবিউনের জাকিয়া আহমেদ, শরীয়তপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর স্থানীয় দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, দৈনিক হুকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমূখ। স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ছিলেন- সমাজসেবক ও রাজনীতিবিদ নেসার উদ্দিন মাদবর, বাচ্চু মাদবর, তাজুল মাদবর, আমিনুল ইসলাম মিন্টু কাজী, তুহিন ফরাজী প্রমূখ।
শরীয়তপুর সাংবাদিক সমিতির পক্ষে ব্যবস্থাপনায় ছিলেন- নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনির হোসেন, দৈনিক গণমুক্তির ব্যবস্থাপণা সম্পাদক শাহাদাৎ হোসেন শাহীন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান, দৈনিক বর্তমানের স্টাফ রিপোর্টার ফেরদৌস রহমান রুপক, আইএনবির স্টাফ রিপোর্টার মহিউদ্দিন তুষার প্রমূথ। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার ও শরীয়তপুরের স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
(ঢাকাটাইমস/ ২১ফেব্রুয়ারি/ এআর / ঘ.)