একাধিক কনটেন্ট বন্ধের সিদ্ধান্ত ইয়াহু নিউজের
ঢাকাটাইমস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:১৫:৫৮
ঢাকা: প্রথমে কর্মী ছাঁটাই, এরপর কনটেন্ট বন্ধ। মুনাফার আশায় এভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইয়াহু। বুধবার থেকে একের পর এক ইয়াহু নিউজ ওয়েবসাইটে একের পর এক কনটেন্ট বন্ধ শুরু করে। ফলে কাজ হারাচ্ছে কয়েকশ’ সাংবাদিক ও অন্যান্য কর্মী।
সংকটে থাকা এই তথ্যপ্রযুক্তি সংস্থাকে চাঙ্গা করতে ইতোমধ্যেই বহু কর্মীকে ছাঁটাই করেছে ব্যবস্থাপনা বিভাগ। এবার ডিজিটাল নিউজ সাইটগুলোকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু-র সিইও মেরিসা মেয়ার। বন্ধ করা হচ্ছে, ইয়াহু ফুড, ইয়াহু হেলথ, ইয়াহু পেরেন্টিং, ইয়াহু মেকারস, ইয়াহু ট্র্যাভেলস, ইয়াহু অটোস ও ইয়াহু রিয়েল এস্টেট।
ইয়াহু ডিজিটালের গ্লোবাল এডিটর ইন চিফ মারথা নেলসনের কথায়, 'ইয়াহুর ডিজিটাল সাইটগুলোতে দক্ষ সাংবাদিকদের অবদান অসাধারণ। তাঁদের ভিন্নধর্মী সাংবাদিকতাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ইয়াহু-র ডিজিটাল ম্যাগাজিন আর প্রকাশিত হবে না। তবে আমাদের সঙ্গে কাজ করা সাংবাদিকদের অতীত প্রতিবেদন পড়তে পারবেন আমাদের সাইটে।’
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/জেএস)