logo ২২ এপ্রিল ২০২৫
মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৩:৩০
image



দিনাজপুর: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা সংবাদ পরিবেশনের অভিযোগে দায়ের করা মামলায় আজ সোমবার দুপুরে দিনাজপুরের একটি আদালত তাঁর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।






গতকাল রবিবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল হকের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন আইজীবী সামশুর রহমান পারভেজ। সেই মামলায় আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।






গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ প্রচার করা ঠিক হয়নি বলে অকপটে স্বীকার করে নেন তিনি। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছে। গতকাল রবিবার একদিনে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১৩টি মামলা।






(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি)