logo ২২ এপ্রিল ২০২৫
মাহফুজ আনামের বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকার মামলা
ঢাকাটাইমস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৫:০৮
image



ঢাকা: সেনা-সমর্থিত সরকারের সময় প্রকাশ করা খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানহানির অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে।






ঢাকা ও সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়।






রবিবার ডেইলি স্টারের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন এই তথ্য দিয়েছে।






 ঢাকার মামলাটি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রজন্ম লীগের একজন নেতা। আর সিলেটের মামলা দুটি করেছে স্থানীয় ছাত্রলীগের দুই নেতা।






এ নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে ঢাকা, সিলেট, রাঙামাটি, শরিয়তপুরসহ মোট নটি জেলায় নতুন ১০টি মানহানির মামলা হলো।






ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রজন্ম লীগের নেতার মামলায় ১০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।






আর সিলেটের দুই ছাত্রলীগ নেতার করা দুটি মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ২০০ কোটি। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মন ও স্থানীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের ওই দুই মামলায় সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন।






এর আগে গত সপ্তাহে খুলনা ও লক্ষ্মীপুরেও মাহফুজ আনামের বিরুদ্ধে একই ধরনের দুটো মামলা হয়। ওই মামলা দুটোও করেন স্থানীয় ছাত্রলীগ নেতারা।






সম্প্রতি টেলিভিশনে এক আলোচনায় মাহফুজ আনাম বলেন, ২০০৭-০৮ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা গোয়েন্দাদের দেওয়া বিভিন্ন তথ্য যাচাই না করেই তারা ছেপেছিলেন। তার এই সিদ্ধান্ত ভুল ছিল এবং এ জন্য তিনি দুঃখিত বলে জানান এই বিশিষ্ট সম্পাদক।






এই স্বীকারোক্তির পর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে মাহফুজ আনামের শাস্তি দাবি করা হচ্ছে।






তত্ত্বাবধায়ক সরকারের সময় ডেইলি স্টারসহ বিভিন্ন মিডিয়াতে শেখ হাসিনা, খালেদা জিয়াসহ  শীর্ষস্থানীয় অনেক রাজনীতিকের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগের খবর ছাপা হয়েছিল। সেনাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসব খবর সরবরাহ করত বলে বিতর্ক রয়েছে।






(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)