মাহফুজ আনামের বিরুদ্ধে একদিনে ১৩ মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৩৮:৫৩

ঢাকা: সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র সরবরাহ করা তথ্য প্রকাশ করায় ‘ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ১৩টি মামলা হয়েছে। আজ রবিবার একদিনেই দেশের বিভিন্ন জেলার আদালতে এই মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলার মধ্যে ১০টিতে মানহানি, দুটি রাষ্ট্রদ্রোহ এবং একটিতে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
ঢাকা ছাড়া শরীয়তপুরে তিনটি, খুলনা ও সিলেটে দুটি করে এবং নেত্রকোনা, রাঙামাটি, জামালপুর ও দিনাজপুরে একটি করে মামলা দায়ের করা হয়।
এ নিয়ে আজ পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে মোট ১৭টি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি নালিশি আবেদন করা হলো।
এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে সিলেটে ১০০ কোটি করে মোট ২০০ কোটি টাকার পৃথক দুটি মামলা করেন নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি আবদুল বাসিত ও সাবেক সভাপতি রাহাত তরফদার। তারা বর্তমান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি।
পটুয়াখালীতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঁচ কোটি টাকার একটি মানহানি মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস। এ মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
রাঙামাটিতে মামলা করেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিরউদ্দিন।
নেত্রকোনায় মামলা করেন সরকারি কৌশলী গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল। দিনাজপুরে মামলা করেন অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ প্রচার করা ঠিক হয়নি বলে অকপটে স্বীকার করে নেন তিনি। তাঁর এই স্বীকারোক্তি নিয়ে জাতীয় সংসদসহ দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। গত মঙ্গলবার মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল এবং খুলনায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর। গত বৃহস্পতিবার একই অভিযোগে ঢাকায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/জেবি)