‘সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি ছিলেন সোচ্চার’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩০:৫৬

ঢাকা: সাংবাদিক নেতারা বলেছেন, পেশার প্রতি অবিচল এবং অধিকার আদায়ে আলতাফ মাহমুদ ছিলেন একজন ও নির্ভীক সৎ সাংবাদিকতার প্রতীক। সাংবাদিকতার ক্ষেত্রে তার নীতি ও আদর্শ অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা আরও বলেন, আলতাফ মাহমুদের অভাব সহজে পূরণ হবে না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউইজে-একাংশ)-এর প্রয়াত সভাপতি আলতাফ মাহমুদ স্মরণে আজ শুক্রবার এক স্মরণসভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএফউইজে এই স্মরণসভার আয়োজন করে।
বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আ. খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান, সাংস্কৃতিক জোটের নেতা নাসিরুদ্দিন ইউসুফ, প্রয়াত আলতাফ মাহমুদের স্ত্রী তাহমিনা মাহমুদা, বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি শহিদ উল আলম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজে’র কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, সাংবাদিক নেতা এম শাজাহান মিয়া, আজিজুল ইসলাম ভুইয়া, স্বপন কুমার সাহা, আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/জেবি)