logo ২৩ এপ্রিল ২০২৫
মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৮:২০
image




ঢাকা: ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করা হয়েছে।



বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মামলাটি করেন মোস্তাফিজুর রহমান দুলাল নামে এক আইনজীবী। দুপুরে আদালত এ ব্যাপারে আদেশ দিবেন।



মামলার অভিযোগে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানো এবং আওয়ামী লীগের রাজনীতিকে নেতৃত্বশূন্য করে গণতন্ত্র বিরোধী সরকারকে ক্ষমতায় বসানোর জন্য ২০০৭ সালের ১ নভেম্বর আসামি মাহফুজ আনাম ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা এবং বিকৃত তথ্য প্রকাশ করে। যা রাষ্ট্রদ্রোহিতা এবং মানহানিকর।



আসামির এমন হলুদ সাংবাদিকতা এবং তার পত্রিকায় ছাপানো মিথ্যা, বানোয়াট ও বিকৃত তথ্য প্রকাশ করায় স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে অস্থির করে। পরে ওই মিথ্যা সংবাদ প্রকাশের জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় জড়ানো হয়।



এর আগে মাহফুজ আনামের বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়।



(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/আরজে/এমআর)