লক্ষ্মীপুরে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৬:৩০
লক্ষ্মীপুর: উস্কানিমূলক বিবৃতি প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ মামলাটি করেন।
সোহেলের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, ‘ওয়ান-ইলেভেন ও তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় আমার বাদী ও সাক্ষীগণের মানহানি হওয়ায় তারা মামলাটি করেছে। আদালত মামলাটি আমলে নিয়েছেন। আশা করছি আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করবেন।’
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এমআর)