logo ২৩ এপ্রিল ২০২৫
ঢাকাটাইমস সম্পাদকের আরোগ্য কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪০:০৮
image



ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।






আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর ইস্কাটন গার্ডেন সবজি বাগান জামে মসজিদে বাদ জুমা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।






ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন সবজি বাগান জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম।






দোয়া মাহফিলে সড়ক দুর্ঘটনায় আহত আরিফুর রহমানের বড় ধরনের ক্ষতি না হওয়ায় শুকরিয়া আদায় করা হয়। পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়।






গত ২০ জানুয়ারি ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজ গ্রামে যাওয়ার পথে ফরিদপুর সদরের বদরপুরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় পড়েন সম্পাদক আরিফুর রহমান। এতে তিনি বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন। ইতোমধ্যে তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন।






(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এমএম/জেবি)