প্রথমবারের মতো বইমেলায় ডিআরইউর স্টল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৫:৫৮
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই প্রথম অমর একুশে গ্রন্থমেলায় স্টল বরাদ্দ নিয়েছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা শহীদদের ভাস্কর্যের পাশে ৭৩ নম্বর স্টলটিই হচ্ছে ডিআরইউ’র। আগামী ২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রিপোর্টার্স ইউনিটি’র স্টল উদ্বোধন করবেন বলে আজ রবিবার ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে’র বইমেলায় ডিআরইউ’র নামে বরাদ্দকৃত স্টলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নিজস্ব প্রকাশনা রিপোর্টার্স ভয়েস, প্রতিষ্ঠাবার্ষিকী’র স্মরণিকা, নারী দিবসের বিশেষ প্রকাশনা, সেরা রিপোর্ট-এর সংকলন ছাড়াও বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত সদস্যদের বই প্রদর্শনের জন্য রাখা হবে।
সংগঠনের সদস্যদের কোনো বই প্রকাশিত হয়ে থাকলে একুশে’র বইমেলায় প্রদর্শনের লক্ষ্যে তা ডিআরইউ’র স্টলে জমা দেয়ার জন্য ডিআরইউ’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেবি)