logo ২৩ এপ্রিল ২০২৫
বাবার পাশে চিরনিদ্রায় আলতাফ মাহমুদ
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ জানুয়ারি, ২০১৬ ১৩:০১:৫৬
image



পটুয়াখালী: শেষ ইচ্ছে অনুযায়ী গলাচিপার রামনাবাদ নদিরপাড়ে ডাকুয়া গ্রামে বাবা সুন্দর আলী খানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ।






আজ সোমবার সকাল দশটায় গলাচিপা পৌর শহরের জৈনুপুরী হুজুরের খানকা মাঠে আলতাফ মাহমুদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ডাকুয়া গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়।






দাফন ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ.খ.ম. জাহাঙ্গির হোসেন, উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সায়েমুজ্জামান, পৌর মেয়র আবদুল ওহাব খলীফা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা আবু জাফর সূর্যসহ বিভিন্ন পেশাজীবী বিপুলসংখ্যক মানুষ।






গতকাল রবিবার বিকারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদের মৃতদেহ হেলিকপ্টারযোগে পটুয়াখালীর গলাচিপায় পৌঁছে। এসময় কফিনবাহী কপ্টারে স্থানীয় সংসদ সদস্য আ.খ.ম. জাহাঙ্গির হোসাইন, মরহুমের স্ত্রী তাহমিনা মাহমুদ, একমাত্র ছেলে আসিফ মাহমুদ তপু ও ভাই আবদুল খালেক খান ছিলেন। বড় মেয়ে আইভি মাহমুদসহ অন্যান্য স্বজনরা ভোররাত ও সকালে এসে পৌঁছলেও ছোট মেয়ে আফরিন মাহমুদ অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি।






গতকাল বিকালে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে তার কফিন রাখা হলে উপজেলা আওয়ামী লীগ, পটুয়াখালী ও গলাচিপা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অপর্ণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করে। রাতে তার মৃতদেহ গলাচিপা পৌর এলাকার রূপনগরের বাসার সামনে রাখা হয়। সকালে জানাজাস্থলে শ্রদ্ধা জানানো হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে।






গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ। তার বয়স ছিল ৬৫ বছর। ঢাকায় দুই দফা জানাজা শেষে হেলিকপ্টারে তার লাশ নিয়ে যাওয়া হয় পটুয়াখালীতে।






(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/জেবি)