ক্রীড়া লেখক সমিতির সভাপতি মামুন, রাজিব সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জানুয়ারি, ২০১৬ ১৩:২২:৪৮

ঢাকা : ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন সভাপতি এবং চ্যানেল২৪-এর সিনিয়র রিপোর্টার রেজওয়ান উজ জামান রাজিব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মোস্তফা মামুন ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী খেলার ভুবন পত্রিকার সম্পাদক সারওয়ার হোসেন পেয়েছেন ৭৯ ভোট। সাধারণ সম্পাদক পদে রাজিব পেয়েছেন ১০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবকণ্ঠের ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ পেয়েছেন ৭৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক আজকালের খবর পত্রিকার ক্রীড়া সম্পাদক কাজী শহিদুল ইসলাম ১০৭ ও দৈনিক মানবজমিনের ক্রীড়া সম্পাদক তালহা বিন নজরুল ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একইপদে তাদের দুই প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী ৮১ ও দেশ টেলিভিশনের নিউজ এডিটর মাহমুদুল হাসান শামীম ৮০ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন ১২০ ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আশরাফ হোসেন (মিথুন) ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একইপদে তাদের দুই প্রতিদ্বন্দ্বী দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম লিটন ও দৈনিক আজকের পত্রিকার ক্রীড়া সম্পাদক আরাফাত দাঁড়িয়া ৬৮টি করে ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের সামন হোসেন ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঞ্জয় গৌড় পিন্টু পেয়েছেন ৭৬ ভোট।
অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি নিউ এজের সুদীপ্ত আহমদ আনন্দ ১১২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী একুশে টেলিভিশনের আবু হোরায়রা তামিম পেয়েছেন ৭২ ভোট।
দফতর সম্পাদক পদে দৈনিক বর্তমানের সাবেক ক্রীড়া সম্পাদক জিয়াউদ্দিন সাইমুম ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একইপদে তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শফিক কলিম পেয়েছেন ৮৫ ভোট।
এছাড়া কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইকরামউজ্জামান (ফ্রিল্যান্স), রফিকুল ইসলাম মিঞা (দৈনিক সংগ্রাম), পারভিন নাসিমা নাহার পুতুল (ফ্রিল্যান্স), সাহাবউদ্দিন সাহাব (দৈনিক করতোয়া), আমিনুল হক মল্লিক (দৈনিক করতোয়া), শেখ সাইফুর রহমান (এটিএন নিউজ), খায়রুল ইসলাম শাহিন (ফ্রিল্যান্স), রাকীবুর রহমান (ফ্রিল্যান্স), এসজি আকবর (ফ্রিল্যান্স) ও রফিকুল ইসলাম (দ্য ডেইলি স্পোর্টস)।
নবনির্বাচিত কমিটি আগামী ২০১৬-১৭ মেয়াদে (দুই বছর) দায়িত্ব পালন করবেন।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)