logo ২৩ এপ্রিল ২০২৫
হেলিকপ্টারে নেয়া হলো আলতাফ মাহমুদের লাশ
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৩:৩৭
image




পটুয়াখালী: হেলিকপ্টারে নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় নেয়া হলো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদের মরদেহ।



রবিবার বিকালে ঢাকা প্রেসক্লাবের সামনে জানাজা শেষে ইমপ্রেস ট্রান্সপোর্টের একটি হেলিকপ্টারযোগে তার লাশ নেয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী তহমিনা মাহমুদ, পুত্র আরিফুর রহমান তপু ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন (এমপি)।



সন্ধ্যায় তার লাশ গ্রহণের সময় বিপুল সংখ্যক লোক হেলিপ্যাডে উপস্থিত ছিলেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের লোকজনও উপস্থিত ছিলেন। পরে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ পৌর শহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গলাচিপা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান হয়।



তার মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাব তিন দিনের শোক পালনের ঘোষণা করেছে।



সোমবার সকাল ১০টায় ডাকুয়া ইদগাহ মাঠে তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। ডাকুয়ায় গ্রামের বাড়িতে দি¦তীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গলাচিপাবাসী গভীরভাবে শোকাহত।



(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/ইএস)