logo ১৪ মে ২০২৫
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জানুয়ারি, ২০১৬ ০৯:৩৫:৫৩
image



ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।





আজ রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর।






বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেয়ার পর গতকাল শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। আজ সকালে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।






ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন এই সাংবাদিক নেতা। স্পাইনাল কর্ডে সমস্যার কারণে দুই পা অবশ হওয়া ছাড়াও দুই হাতেও শক্তি পাচ্ছিলেন না তিনি।






গত ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডে (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেয়া হয় আলতাফ মাহমুদকে। তিনি নিউরো সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।






সাংবাদিক নেতার আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ বিশিষ্টজনেরা।






প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।






আলতাফ মাহমুদের প্রথম নামাজে জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা সাড়ে ১১টায় সম্পন্ন হবে। আর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেসক্লাবে দুপুর ১২টায়। এরপর তাঁর মরদেহ তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।






সত্তর দশকে সাংবাদিকতায় আসা আলতাফ মাহমুদ দীর্ঘদিন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদক ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন তিনি। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। সবশেষ তিনি দৈনিক ডেসটিনির প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।






(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেডএ/এআর/জেবি)  









জানাজা সাড়ে ১১টায়