পটুয়াখালী প্রেসক্লাবের ৩ দিনের শোক
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ জানুয়ারি, ২০১৬ ১৮:০৮:০৪

পটুয়াখালী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও পটুয়াখালীর কৃতি সন্তান আলতাফ মাহমুদ এর মৃত্যুতে তাঁর নিজ এলাকা পটুয়াখালী ও গলাচিপায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত।
রবিবার পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন এক শোক বিবৃতিতে বলেন, আলতাফ মাহমুদ এর মৃত্যুতে উপকূল অঞ্চলের সংবাদকর্মীরা একজন অভিভাবককে হারিয়েছেন। এ ক্ষতি অপূরণীয়। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, সাংবাদিক আলতাফ মাহমুদ (৬৮) আজ রবিবার সকাল আটটা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মেরুদণ্ড-সংক্রান্ত রোগে ভুগছিলেন। দুপুর ১২ টায় তার জানাযা শেষে সন্ধ্যায় তার নিজ বাড়ি পটুয়াখালির গলাচিপায় নেয়া হয়েছে। এখানে পারিবারিক কবরে তাকে দাফন দেয়া হবে।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/ইএস)