ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শেষে বিরতির সময় প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে এই চেক হস্তান্তর করেন শেখ হাসিনা।
আলতাফ মাহমুদের পক্ষে চেক গ্রহণ করেন তার ছেলে আসিফ মাহমুদ তপু। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন বলে জানান শাবান মাহমুদ।
সাংবাদিক আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩১১ নম্বর কেবিন চিকিৎসাধীন। তিনি অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/টিএ/মোআ)