logo ২৩ এপ্রিল ২০২৫
এসএ টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জানুয়ারি, ২০১৬ ১৫:৩২:১৩
image

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে চ্যানেলটি আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানের।


আজ সোমবার চ্যানেলটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর এসএটিভি দেশের শিল্প-সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্র থেকে বাছাই করে একজন গুণী মানুষকে তাঁর জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতি স্বরূপ ‘‘আজীবন সম্মাননা” প্রদান করে। ২০১৫ বাংলাদেশের সর্বশ্রদ্ধেয় গুণী শিল্পী ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননা প্রদান করে এসএ টিভি।


এরই ধারাবাহিকতায় এসএটিভি কর্তৃপক্ষ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বের অবদান অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করে এ বছর নায়ক রাজ রাজ্জাককে “আজীবন সম্মাননা” পুরস্কার প্রদানের অভিপ্রায় প্রকাশ করছে। আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় এসএ টিভির মূল ভবনে এক সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মান স্মারক তুলে দেবেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।


(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/জেবি)