logo ১৪ মে ২০২৫
ইবিসাসের নতুন সভাপতি যুবাইর, সাধারণ সম্পাদক নবীন
ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ জানুয়ারি, ২০১৬ ১৯:০০:৪৩
image


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনিবাহী পরিষদ নির্বাচন-২০১৬ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হিসেবে মোস্তফা যুবাইর আলম (বাসস) এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহজাহান নবীন (ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম) নির্বাচিত হয়েছে। নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় পরিবার ও বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানিয়েছে।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি ইলিয়াছ মেহেদী (দিনকাল), যুগ্ম-সম্পাদক রাশেদুন্নবী রানা (দ্য রিপোর্ট২৪ডটকম), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক (ইনকিলাব), দপ্তর সম্পাদক মাহমুদ হাসান রনি (দ্য নিউ নেশন), প্রচার সম্পাদক তবিবুর রহমান আকাশ (সংগ্রাম), নির্বাহী সদস্যরা হলেন- জুয়েল হোসেন তনু (নবচিত্র), হুমায়ুন কবীর জীবন (নিউ এজ), সাইফুল্লাহ হিমেল (নয়াদিগন্ত) ইমরান শুভ্র (মানবজমিন) প্রমুখ।

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ বিভাগের পরিচালক গোলাম সাকলায়েন ও ইবিসাসের সাবেক সভাপতি মনিরুল ইসলাম দায়িত্ব পালন করেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস মোহাম্মদ সালেহ ও প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান।

এদিকে নব-নির্বাচিত কমিটিকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, ইবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, শাপলা ফোরাম, গ্রীণ ফোরাম, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউট, রোটার‌্যাক্ট ক্লাব, ইবি থিয়েটারসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)