সিদ্দিকুরের বাড়িতে আগুন, সাংবাদিকদের নিন্দা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৭:২১
ঢাকা: বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)সাধারণ সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানের বরগুনার আমতলী উপজেলার বাজারখালী গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ এবং বিএসআরএফ।
আজ এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি শ্যামল সরকার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এইচআর/জেবি)