logo ২৪ এপ্রিল ২০২৫
যুগান্তরের সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে মামলা
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
১০ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৭:৪০
image

চুয়াডাঙ্গা: দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও প্রতিবেদক তোহুর আহমেদের নামে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।


আজ রবিবার দুপুরে চুয়াডাঙ্গা আমলি আদালতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মালেক।


আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক মামলাটির বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ মামলার পরবর্তী প্রয়োজনীয় আদেশ দেয়া হবে।


মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, দৈনিক যুগান্তর পত্রিকায় গত বছরের ২০ ডিসেম্বর ‘এমপির নেতৃত্বে থানায় হামলা’ ২১ ডিসেম্বরের পত্রিকায় ‘রাজনৈতিক খুনের নেপথ্য নায়ক মেজভাই’ ও ২২ ডিসেম্বরের পত্রিকায়  ‘মেজ ভাইয়ের ৪৭ গুণ্ডার নেতৃত্বে দুই ভাতিজা’ শিরোনামের সংবাদে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া কথা লেখা হয়েছে।


প্রকাশিত তিনটি প্রতিবেদনের কারণে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সম্মানহানি হয়েছে।


মামলার বাদী সোলায়মান হক জোয়ার্দ্দারের পক্ষে আদালতে জবানবন্দী দিয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক।


মামলায় চুয়াডাঙ্গা আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোটেক সেলিম উদ্দিন খান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট আলমগীর হোসেনসহ ২০জন আইনজীবী মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে বাদীর আরজি ও ওকালতনামায় স্বাক্ষর করেছেন।


(ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/ইএস/জেবি)