logo ০৯ আগস্ট ২০২৫
আমানুল্লাহ কবীর হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জানুয়ারি, ২০১৬ ০৯:৩৩:০১
image

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


আমানুল্লাহ কবীরের ছেলে শাত-ইল-কবীর জানান, ডাক্তার বলেছেন তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। রাতে আমানুল্লাহ কবীরের অবস্থার কিছুটা উন্নতি হয়। স্বজনদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।


আমানুল্লাহ কবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত। প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি ইংরেজি ও বাংলা দুই মাধ্যমের অনেক সংবাদপত্রে কাজ করেছেন।


(ঢাকাটাইমস/৬জানুয়ারি/জেবি)