বিএফইউজে নেতাদের শুভেচ্ছা সিইউজের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৫:৫১

চট্টগ্রাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কার্যনির্বাহী কমিটির সদস্য নওশের আলী খান ও আসিফ সিরাজকে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সিইউজে কার্যনির্বাহী কমিটি। বিএফইউজে নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দেন সিইউজে সভাপতি কবি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও প্রতিনিধি ইউনিটের প্রধান সমীর বড়ুয়া।
এ সময় সিইউজের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের বর্তমান সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক আবছার মাহফুজ, কার্যনির্বাহী কমিটির সদস্য রাশেদ মাহমুদ, টেলিভিশন ইউনিটের প্রধান মাঈনুদ্দিন দুলাল, সুপ্রভাত বাংলাদেশ ইউনিটের প্রধান স. ম. ইব্রাহিম, পূর্বদেশ ইউনিটের প্রধান বাবুল চৌধুরী, কর্ণফুলী ইউনিটের প্রধান মোহাম্মদ আলী পাশা, চট্টগ্রাম মঞ্চ ইউনিটের প্রধান নুরুল আমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/জেবি)