logo ২৪ এপ্রিল ২০২৫
বরগুনায় মোনাজাতউদ্দিনকে স্মরণ
বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ জানুয়ারি, ২০১৬ ১৩:৪৭:৪৭
image

বরগুনা: বরগুনায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় কমিনিউটি রেডিও স্টেশন লোকবেতার মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এর সহযোগিতায় বরগুনা অনলাইন জার্নালিস্ট ফোরাম এ কর্মসূচি বাস্তবায়ন করে।


বরগুনা অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। এছাড়াও বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


স্মরণসভায় বক্তারা মোনাজাতউদ্দিনের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের আদিঅন্ত নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত সবাই মোনাজাতউদ্দিনকে নিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু রচিত ‘পথিকৃতের পথ ধরে চলি অবিরাম’ প্রবন্ধটি একবার করে পাঠ করেন।


এসময় বক্তারা বলেন, মোনাজাতউদ্দিনের স্মৃতিকে টিকিয়ে রাখতে হবে। আর এর জন্য সরকারিভাবে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পদক প্রদানের ব্যবস্থা করার দাবি জানান তারা।


২৯ ডিসেম্বর উপকূলজুড়ে প্রথমবারের মতো সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ বরগুনায় মোনাজাতউদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হলো।


(ঢাকাটাইমস/৩জানুয়ারি/প্রতিনিধি/জেবি)