logo ১৪ মে ২০২৫
সংবাদপত্রে ছাঁটাইয়ে বিএফইউজের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জানুয়ারি, ২০১৬ ১৮:৪১:৫৬
image

ঢাকা: দ্য ইন্ডিপেনডেন্ট ও দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।


বিএফইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক আজ শনিবার এক বিবৃতিতে বলেন, উল্লিখিত পত্রিকাগুলোতে কোনো রকম কারণ দর্শানো ছাড়াই নির্বিচারে সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে। অথচ এসব প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে সব রকম সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।


নেতারা এ ধরনের ছাঁটাই বন্ধ ও সাংবাদিকদের নিয়মিত বেতন ভাতা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


তারা রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে ভিভিন্ন এলাকা থেকে প্রকাশিত সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র প্রদানেরও আহ্বান জানান।


(ঢাকাটাইমস/২জানুয়ারি/জেবি)