একুশে টিভিতে ফিরলেন অঞ্জন রায়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ ডিসেম্বর, ২০১৫ ১৮:০৫:৪৯
ঢাকা: জনপ্রিয় টিভি উপস্থাপক অঞ্জন রায় আবারও একুশে টেলিভিশনে যোগদান করেছেন।
আজ সোমবার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “এই মাত্র যোগদান পত্র জমা দিলাম। নিজের ঘরে ফিরলাম।”
অঞ্জন রায় ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, টক শো বিভাগের উপপ্রধান হিসেবে চ্যানেলটিতে যোগদান করেছেন।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি ইটিভি থেকে পদত্যাগ করেন প্রোগ্রাম ম্যানেজার ও একুশের রাতের উপস্থাপক অঞ্জন রায়। মালিক পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি পদত্যাগ করেন বলে তখন জানিয়েছিলেন। একুশে টেলিভিশনের মালিকানা পরিবর্তন হওয়ায় আবারও তিনি এই চ্যানেলটিতে যোগদান করলেন।
একুশে টেলিভিশন থেকে পদত্যাগের পর অঞ্জন রায় গাজী টেলিভিশনে যোগ দেন। সেখানেও তিনি ‘সংবাদ সংলাপ’ নামে জনপ্রিয় একটি অনুষ্ঠান উপস্থাপন করেন।
(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/জেবি)