logo ২৪ এপ্রিল ২০২৫
ফেনী প্রেসক্লাবে সিলগালা
ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ ডিসেম্বর, ২০১৫ ১৯:২০:৪৪
image

ফেনী: অবশেষে ফেনী প্রেসক্লাব সিলগালা করে দেয়া হয়েছে। ক্লাবের বিবদমান দুটি গ্রুপের মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্লাবটি সিলগালা করে দেয়া হয়। এতে করে ক্লাবের পূর্বনির্ধারিত কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার ক্লাব কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠানের ধার্য তারিখ ছিল। ওইদিন সকাল থেকেই বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম ও দেশটিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার নেতৃত্বাধীন ঘোষিত কমিটির সদস্যরা ক্লাবে অবস্থান নেয়। তারা গত ১২ ডিসেম্বর ক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে ক্লাবের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।


এদিকে বিকাল ৩টার দিকে বর্তমান কমিটির সভাপতি নুরুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগসহ অপরাপর নেতৃবৃন্দ ক্লাবে উঠতে চাইলে ঘোষিত সদস্যরা বাধা দেয়। এনিয়ে বাকবিতণ্ডা ও দফায় দফায় হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মো. আমিরুল আলম, ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ ও গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মনিরা হক এসে দুই সভাপতি নুরুল করিম মজুমদার ও রফিকুল ইসলামকে নিয়ে ক্লাবে উঠে উভয়পক্ষের বক্তব্য শুনে ৬টার দিকে সিলগালা করে দেন। সিনিয়র সহকারী কমিশনার মনিরা হক সাংবাদিকদের জানান, জেলা প্রশাসনের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ক্লাব বন্ধ করে দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)