সাংবাদিক ফারুকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ডিসেম্বর, ২০১৫ ১৮:২৪:১৬

ঢাকা: ট্রাকচাপায় নিহত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময় তারা ঘাতক ট্রাকচালককে অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানান।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকরা এ দাবি জানান।
সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, শুধু সাংবাদিক নয়, রাজপথ কোনো মানুষের জন্যই নিরাপদ নয়।
তিনি বলেন, নির্বিঘ্ন চলাচল নিশ্চিতের জন্য রাজপথকে নিরাপদ করতে হবে। সাংবাদিক ফারুকের হত্যার জন্য দায়ী ট্রাকচালককে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে সাংবাদিক ফারুককে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক সোহেল হায়দার চৌধুরী, আয়াতুল্লাহ, শেখ মাহমুদ রিয়াদ, মির আহমেদ মিরু প্রমুখ। সংগঠনের সভাপতি জামাল উদ্দীন এতে সভাপতিত্ব করেন।
(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জেবি)