আফ্রিকার গণমাধ্যম উন্নয়নে অংশীদার হতে চায় বাংলাদেশ
ঢাকাটাইমস ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০১৫ ১৭:১৬:৫৯

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যম শক্তিশালীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে গণমাধ্যম উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী।
তথ্যমন্ত্রী মরক্কোতে ইসলামি দেশগুলোর সংস্থা (ওআইসি) আয়োজিত আফ্রিকান মিডিয়া ফোরামের তিন দিনব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী ১৬-২১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ওআইসি তথ্যমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
মরক্কো সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তাফা এল খালফি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
হাসানুল হক ইনু আফ্রিকান ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান এবং এ বিষয়টিকে বিশ্বের অগ্রগতির পথে পশ্চাদপসরণ বলে অভিহিত করেন। তিনি বাস্তব অবস্থার ওপর দৃষ্টি নিবদ্ধ করার লক্ষ্যে আফ্রিকার ও মুসলিম দেশগুলোতে গণমাধ্যমের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
তথ্যমন্ত্রী ফোরামে আরও অবহিত করেন যে, বাংলাদেশ একটি উন্নত আফ্রিকা দেখতে চায় এবং তাদের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করতে প্রস্তুত।
আফ্রিকার নামকরা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং কূটনীতিক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই ফোরামে যোগ দিয়েছেন।
তিন দিনের কর্মসূচিতে এই ফোরামে আফ্রিকার একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা এবং মহাদেশে যুদ্ধ, দারিদ্র্য ও ক্ষুধা কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করবেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২৩ ডিসেম্বর ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশিদ এ সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/জেবি)