logo ২৪ এপ্রিল ২০২৫
ডিইউজের একাংশের সাধারণ সভা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৫ ১৯:৩৩:৫১
image

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব এম এ আজিজ।


সভাপতিত্ব করবেন ডিইউজের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার।


(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/জেবি)