logo ২৪ এপ্রিল ২০২৫
প্রথমে বাংলাদেশি চ্যানেল, পরে বিদেশি
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৫ ১২:৫৯:২৩
image

ঢাকা: প্রতিষ্ঠার ক্রম অনুসারে বাংলাদেশি চ্যানেলগুলো দেখানোর পরে বিদেশি চ্যানেল দেখানো হবে বলে জানিয়েছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী।


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা সাংবাদিকদের এমনটা জানিয়েছেন।


তারা বলেন, ‘বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠার ক্রম অনুসারে বাংলাদেশি চ্যানেল দেখাতে হবে। পরে বিদেশি চ্যানেল দেখাতে হবে। কোনো ক্যাবল অপারেটররা এর ব্যতিক্রম করলে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


সচিবালয়ের বাণিজ্য মন্ত্রনালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশী টিভি চ্যানেলগুলোর সিরিয়াল আগে দিতে হবে।’


অন্যথায় চ্যানেল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।


তিনি বলেন, সিরিয়াল করার ক্ষেত্রে টিভি চ্যানেল প্রতিষ্ঠাকালীন যাদের চ্যানেল আগে ছিল তাদের আগে দিতে হবে।



(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/বিইউ/এআর / ঘ.)