দুদককে শিরদাঁড়া সোজা করার পরামর্শ গোলাম সারওয়ারের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
০৯ ডিসেম্বর, ২০১৫ ১৩:৩৪:৩৭

ঢাকা: দুর্নীতি কমিশনকে (দুদক) শিরদাঁড়া সোজা করার পরামর্শ দিয়েছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।এ প্রসঙ্গে তিনি বলেছেন, আপনারা কতটুকু স্বাধীন, আপনাদের শিরদাঁড়া কতটুকু শক্ত তা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারলেই আমরা বলব- আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।
বুধবার দুপুর ১২টায় দুদক কার্যালয়ে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
গোলাম সারওয়ার বলেন, যদিও আপনাদের শিরদাঁড়া সোজা করার কার্যক্রম শুরু হয়েছে, তারপরও আপনাদের আরো অনেকদূর এগিয়ে যেতে হবে। তাছাড়া আপনাদের এবং নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক সমালোচনা আছে। এসবের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
দুদককে উদ্দেশ্য করে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় যেসব মামলা হয়েছিল- সেসব মামলা থেকে সরকার দলীয় নেতাদের তুলনায় বিরোধীদলীয় নেতাদের অব্যহতি দেয়ার সংখ্যা অনেক কম।
গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ভুলত্রুটিগুলো দেখিয়ে দেয়া। আপনারা যদি ভুল কাজ করেন বা নিস্ক্রিয় থাকেন- তাহলে অবশ্যই আমরা সমালোচনা করব।
এতে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
অন্যান্যের মাঝে ছিলেন- দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, ড. নাসির উদ্দিন আহমেদ, দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামালসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)